নেত্রকোনা -৫, পূর্বধলা আসনের সংসদ সদস্য প্রার্থী- এম আর মাসুম এর লেখা কবিতা ‘পুরুষ’

পুরুষ
পুরুষ! শক্তি, বল আর কর্ম,
পুরুষেরই স্বভাবজাত ধর্ম।
কুলুর বলদ বা বিরামহীন ঘুর্ণ,
চোখে- মুখে হোক না যতো বিবর্ণ;
স্ত্রী, সন্তান বা পরিবার যেনো থাকে পূর্ণ।।
হা হা আমি কাপুরুষ!
যদি ঘটে একটু ভুলের দোষ।
যখন প্রতিবেশীর সাথে তুলনা,
ব্যর্থ, বিষাদে আমিই তো যন্ত্রণা।
আমি পুরুষের রুপে মস্ত বিড়ম্বনা।
দূর ছাই! বেকার নির্বিকার,
কে দেবে তোমায় আকার?
জগতে তোমার নেই অধিকার,
ভালো বা মন্দ করতে বিচার।
সমাজে তুমি মূল্যহীন এক বিরাট ‘অবতার’।
ব্যর্থ প্রেমিক, বন্ধু বিহীন উপমা,
পেয়ে যাও যত নিষ্ঠুরতম যাতনা।
হয়তো প্রেয়সী করেছে মানা,
পাইনি যে তোমার পয়সা এক আনা।
তোমাতে শুভ নয় প্রেম-ভালোবাসা জানা।
পুরুষ ভেবে পুরুষের মতো হও,
নইলে ভবে ঠাঁই নেই যবে রও।
বিশ্ব জয়ের তুমি স্ত্রী বিজয়ের নও।
দাঁড়িয়ে সটান বুকে, বলিষ্ঠ কথা কও।
এমন পুরুষ যেথায় আগে দেখেনি কেউ।
এম আর মাসুম
সংসদ সদস্য প্রার্থী
নেত্রকোনা -৫ পূর্বধলা।